বাতিনা ইউনিয়ন, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
চৌদ্দগ্রাম উপজেলা সদর হতে মাত্র ৫ কি:মি: দূরে অবস্থিত এই বসন্তপুর গোবিন্দ মাকিন্য দিঘী। উপজেলা সদর হতে গাড়ী ভাড়া মাত্র ৫ টাকা । দিঘীর পূর্ব এবং উত্তর পাড়ে জনবসতি রয়েছে।
চেয়ারম্যান -বাতিসা ইউনিয়ন পরিষদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেষে বাতিসা ইউনিয়নে বসন্তপুর গোবিন্দ মানিক্য দীঘি অবন্থিত। আনুমানিক ২০ একর জমির উপর এ দীঘি তৈরী করা হয়েছে। জানা যায়, ত্রিপুরার রাজা গৌর মানিক্য গহীন অরণ্যে শিকারে এসে তৃঞ্চার্ত হয়ে লোকালয়ে ছুটে আসেন। তখন এখানকার এক গৃহিনী পানি দিয়ে তার তৃঞ্চা মিটান। এর প্রতিদান স্বরুপ তিনি এই দীঘিটি খনন করেন। চৌদ্দগ্রাম উপজেলা সদর হতে মাত্র ৫ কি:মি: দূরে অবস্থিত এই বসন্তপুর গোবিন্দ মাকিন্য দিঘী। উপজেলা সদর হতে গাড়ী ভাড়া মাত্র ৫ টাকা । দিঘীর পূর্ব এবং উত্তর পাড়ে জনবসতি রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস