Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বানিজ্যঃ

 ব্যবসা বানিজ্য এর জন্য চৌদ্দগ্রাম উপজেলা বিখ্যাত। এই উপজেলাটি উত্তর-দক্ষিণ দিকে লম্বা হওয়ায় এবং এই উপজেলার উপর দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থাকায় সড়কের পাশে অনেক গুলো শিল্প কারখানা গড়ে উঠেছে। তার মধ্যে মিয়াবাজার গামেন্টর্স, কালিকাপুর ইউনিয়নস্থ ষ্টীলমিল, ঘোলপাশা ইউনিয়নস্থ হাড়িসদ্দার নামক স্থানে জেমী বাঙলা সিরিঞ্জ ফ্যাক্টরী ও ঔষধ ফ্যাক্টরী, বাতিসা ইউনিয়নস্থ নানকরা জিল ওয়্যারস (জুতা তৈরীর ফ্যাক্টরী) বিখ্যাত। এসমস্ত ফ্যাক্টরীতে হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এছাড়াও চৌদ্দগ্রাম উপজেলার সন্নীকটে বিসিক শিল্প নগরীতে অনেক গুলো ছোট বড় কারখানা স্থাপিত হয়েছে। চানাচুর, মোমবাতি, চিড়া, মুড়ি, হাড়ি-পাতিল ইত্যাদি তৈরীর কারখানা অন্যতম। চৌদ্দগ্রাম উপজেলায়  ৪২টি (একটি অটো) ইট তৈরীর কারখানা আছে। চৌদ্দগ্রাম উপজেলায় চৌদ্দগ্রাম বাজারে আন্তজার্তিক মানের শপিংমল এবং ১০টি ব্যাংকের শাখা আছে। চৌদ্দগ্রাম উপজেলায় গুরুত্বপুর্ণ বাজারের মধ্যে চৌদ্দগ্রাম বাজার (সদর), মিয়াবাজার, গুনবতী বাজার, ধোড়করা বাজার, কনাকাপৈত বাজার, বাতিসা বাজার, মুন্সীরহাট বাজার, কাশিনগর বাজার বিখ্যাত। গুনবতী বাজারে রেলওয়ে জংশন থাকায় এটি অত্যন্তগুরুত্বপুর্ণ।          

 

চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগাম বাজার, মিয়া বাজারে বড় পাইকারী বাজার রয়েছে। এছাড়া মিরশান্নি বাজার নামক একটি বড় গরুর হাট রয়েছে।