Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিশ সমূহ

                              সভার নোটিসসমূহ

                   

 

উপজেলা পরিষদ

চৌদ্দগ্রাম, কুমিল্লা।

 

 

স্মারক নং- ০৫.৪২.১৯৩১.০০০.০০১.০০২.১৭-৮৫(৫০)/১(৬০)                            তারিখঃ ০৪/০৫/২০১৭ খ্রিঃ।

 

নোটিশ

এতদ্বারা সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ৩৭ তম সাধারণ সভা আগামী ১১/০৫/২০১৭ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ টায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

 

সভার আলোচ্যসূচিঃ

০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

০২। উপদেষ্টা মহোদয়ের পরামর্শ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

০৩। সর্বশেষ নতুন বিধি,সার্কুলার, পরিপত্র থাকলে বিভাগ ওয়ারী উপস্থাপন ও আলোচনা।

০৪। বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।

০৫। কমিটির সুপারিশ পর্যালোচনা ও সুপারিশ গ্রহন

০৬। বিভিন্ন দপ্তরের কার্যক্রম আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন

০৫। বিবিধ আলোচনা।

 

০২। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হ’ল এবং সভার কার্যপত্র (যদি থাকে) আবশ্যিকভাবে বিশেষ বাহক মারফত আগামী ০৮/০৫/২০১৭ খ্রিঃ তারিখের মধ্যে অত্রাফিসে প্রেরণ নিশ্চিত করার জন্য তাঁকে অনুরোধ করা হ’ল।

 

 

মূখ্য নির্বাহী কর্মকর্তা

উপজেলা পরিষদ

চৌদ্দগ্রাম, কুমিল্লা।

প্রাপকঃ   ............................................................

  ............................................................

  ............................................................

  ও সদস্য, উপজেলা পরিষদ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

 

স্মারক নং- ০৫.৪২.১৯৩১.০০০.০০১.০০২.১৭-৮৫(৫০)/১(৬০)                            তারিখঃ ০৪/০৫/২০১৭ খ্রিঃ।

 

অনুলিপিঃ সদয় অবগতির জন্য।

০১। জেলা প্রশাসক, কুমিল্লা।

০২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

০৩। মাননীয় মন্ত্রী মহোদয়ের একামত্ম সচিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এর সদয় অবগতির জন্য।

০৪। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,চৌদ্দগ্রাম, কুমিল্লা।

০৫। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,চৌদ্দগ্রাম, কুমিল্লা।

০৬। সংরক্ষণ নথি।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা

উপজেলা পরিষদ

চৌদ্দগ্রাম, কুমিল্লা।

 

 

 

                                                                                                                             

               

                                 উপজেলা নির্বাহী অফিসার

  চৌদ্দগ্রাম, কুমিল্লা।