মাজার সমূহ:-
০১। চাঁন্দ্রশ্রী মাজার-হযরত শাহ ফয়জন মিয়া (রঃ) ছিলেন একজন সাধক। তার আদর্শ, ধর্মনিষ্টা, সততা ও আধ্যাত্বিক সাধনার যে অপূর্ব দৃষ্টান্ত রেখে গেছেন তা তাকে চির স্মরণীয় করে রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ফকির মাত্র, স্থূল দৃষ্টিতে পাগলের মতই ছিল তার জীবন ধারণ ব্যবস্থা। অথচ সাধনা জগতে তার অবস্থান ছিল অনন্য। হযরত শাহ ফয়জন মিয়া(রঃ)জন্মে ছিলেন কুমিল্লা জেলার চান্দশ্রী গ্রামের বিখ্যাত খন্দকার পরিবারে। তার বাবার নাম ছিল ইসহাক মিয়া খন্দকার এবং মাতার নাম ছিল আছিমা খাতুন। ১৩০৬ বাংলা সনে তিনি লৌকিক ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর চান্দশ্রী গ্রামে তাকে সমাহিত করা হয়্। তার কবরটি বর্তমানে ঐতিহাসিক চান্দশ্রী মাজার নামে পরিচিত। এখানে প্রতি বছর ফাল্গুন মাসের ১৬ তারিখ দিবাগত রাতে বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল ও ওরছ মোবারকে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে।
০২। নগর শরীফ মাজার-
০৩। বিজয়করা সুফি আবদুর রহমান এর মাজার-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস