Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জগন্নাথদিঘী
বিস্তারিত

জগন্নাথদিঘী চৌদ্দগ্রাম উপজেলার একটি একটি অন্যতম ঐতিহ্যবাহী এবং চৌদ্দগ্রাম উপজেলার সবচেয়ে বড় দিঘী। এটি কুমিল্লা জেলার সবচেয়ে বড় দিঘী। দিঘীটির পাড়ে সরকার ঘোষিত গুচ্ছ গ্রাম রয়েছে। দিঘীটির ১২২.৫ বিঘা জমি নিয়ে খনন করা হয়েছে । তৎকালীন হিন্দু জমিদার জগন্নাথ এর নামে দিঘীটির নামকরন করা হয় জগন্নাথদিঘী। এটি উপজেলা সদর হতে ১৪ কি:মি দক্ষিণে অবস্থিত। এটি একটি উৎকৃষ্ট পর্যটন স্পট। এটি ভারতীয় বর্ডার ঘেষে অবস্থিত দিঘীর পাড়ের পূর্ব পার্শ্বের দিক থেকে ভারতীয় সিমান্ত দেখা যায।