১। বসন্তপুর গোবিন্দ মানিক্য দীঘি- চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ হতে ৫-৬ কি:মি: দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই । উপজেলা সদর হতে ভাড়া ৫-১০ টাকা।
২। চান্দশ্রী মাজার- হযরত শাহ ফয়জন মিয়া(রঃ) জন্মে ছিলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ০২নং উজিরপুর ইউনিয়নের চান্দশ্রী গ্রামের বিখ্যাত খন্দকার পরিবারে। তার বাবার নাম ছিল ইসহাক মিয়া খন্দকার এবং মাতার নাম ছিল আছিমা খাতুন। ১৩০৬ বাংলা সনে তিনি লৌকিক ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর চান্দশ্রী গ্রামে তাকে সমাহিত করা হয়্। তার কবরটি বর্তমানে ঐতিহাসিক চান্দশ্রী মাজার নামে পরিচিত। এখানে প্রতি বছর ফাল্গুন মাসের ১৬ তারিখ দিবাগত রাতে বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল ও ওরছ মোবারকে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। উপজেলা সদর হতে গাড়ীতে যেতে ২০ টাকা এর পর রিক্সা যেতে আরও ২০ টাকা লাগে। উপজেলা সদর হতে দূরত্ব ২০ কি:মি:
৩। জগন্নাথ দীঘি - চৌদ্দগ্রাম উপজেলার তথা কুমিল্লা জেলার সবচেয়ে বড় দিঘী একটি নান্দনিক প্রাকৃতিক নৈসর্গিক স্থান দিঘীর পাড় পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া দিঘীর পাড়ে উন্নত মানের খাবার হোটেল রয়েছে। উপজেলা সদর হতে গাড়ীতে ১৫ টাকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস