চৌদ্দগ্রাম উপজেলার ০২নং উজিপুর ইউনিয়ন।
উপজেলা সদর হতে গাড়ীতে যেতে ২০ টাকা এর পর রিক্সা যেতে আরও ২০ টাকা লাগে। উপজেলা সদর হতে দূরত্ব ২০ কি:মি:
হযরত শাহ ফয়জন মিয়া(রঃ) জন্মে ছিলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ০২নং উজিরপুর ইউনিয়নের চান্দশ্রী গ্রামের বিখ্যাত খন্দকার পরিবারে। তার বাবার নাম ছিল ইসহাক মিয়া খন্দকার এবং মাতার নাম ছিল আছিমা খাতুন। ১৩০৬ বাংলা সনে তিনি লৌকিক ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর চান্দশ্রী গ্রামে তাকে সমাহিত করা হয়্। তার কবরটি বর্তমানে ঐতিহাসিক চান্দশ্রী মাজার নামে পরিচিত। এখানে প্রতি বছর ফাল্গুন মাসের ১৬ তারিখ দিবাগত রাতে বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল ও ওরছ মোবারকে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS